ফরিদপুর বার্তা নিউজ ডেস্ক
ফরিদপুরের নগরকান্দায় ইউএনও’র উদ্যোগে ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতি (২০ জুলাই) উপজেলার তালমা ইউনিয়ন ও ফুলসুতি ইউনিয়নের নবনির্মিত সড়কের পাশে উপজেলা প্রশাসনের অর্থায়নে এ বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, তালমা ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সাহজাহান মাতুব্বর প্রমুখ।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখতে এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরকান্দায় নতুন নির্মিত রাস্তায় ৫ হাজার আম ও নিম গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছি।