কার ভাগ্যে রয়েছে আজ টাকা ও প্রেমের ছোঁয়া? পড়ুন আজকের ২২ জুলাই রাশিফল ! – ফরিদপুর বার্তা ২৪

কার ভাগ্যে রয়েছে আজ টাকা ও প্রেমের ছোঁয়া? পড়ুন আজকের ২২ জুলাই রাশিফল !

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২২, ২০২৩

ফরিদপুর বার্তা ২৪ ডটকম

আজ ২২ জুলাই ২০২৩, রোজ শনিবার আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস—

মেষ রাশি (Aries)
আজ সন্তানের উন্নতি দেখে মনে আনন্দ জাগবে। হঠাৎই কোনও কাজ করতে হতে পারে এই রাশির জাতকদের। এর ফলে আপনার দৈনন্দিন জীবনযাপন প্রভাবিত হবে। আর্থিক সংকটে জেরবার থাকলে আজ স্বস্তি পেতে পারেন। ব্যবসায় কোনও পরিচিত ব্যক্তির মাধ্যমে লাভান্বিত হবেন। 

বৃষ রাশি (Taurus)
ভাই-বোনের সহযোগিতায় সমস্ত কাজ ধীরগতিতে সম্পন্ন হবে। বন্ধুদের সঙ্গে কোনও দূরের যাত্রায় যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারেন, তবে কেউ এতে বাধা সৃষ্টি করবে। সন্ধ্যা নাগাদ হঠাৎই কোনও লাভজনক সংবাদ পেতে পারেন। বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করবেন। 

মিথুন রাশি (Gemini)
ব্যবসায় নতুন চুক্তি সম্ভব। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসার গতি বাড়বে। পরিবারের সদস্যদের মধ্যে ভারসাম্য দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আধ্যাত্মিকতা ও পরোপকারের ইচ্ছা মজবুত হবে। 

কর্কট রাশি (Cancer)
লগ্নির পরিকল্পনা করে থাকলে তার জন্য দিন ভালো। ছাত্রদের পড়াশোনায় আগত আর্থিক সমস্যার সমাধান হবে। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কাজ ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখতে অসফল হবেন এই রাশির জাতকরা। 

সিংহ রাশি (Leo)
কোনো যাত্রায় যাওয়ার পরিকল্পনা করলে আজকের দিনটি উত্তম। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য আলস্য ত্যাগ করতে হবে। বিশ্রাম ছেড়ে কাজে মনোনিবেশ করুন। পরিবারে প্রেম ও উৎসাহ বজায় থাকবে। আর্থিক দিক দিয়ে দিন সাধারণ থাকবে। সন্ধ্যাবেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

কন্যা রাশি (Virgo)
সন্ধ্যা নাগাদ পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এর ফলে অধিক দৌড়ঝাপ করতে হবে। পরিবারের ছোটবাচ্চারা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে। আপনি তাদের সেই অনুরোধ পূর্ণ করবেন। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

তুলা রাশি (Libra)
পরিবারে এক সঙ্গে একাধিক কাজ সম্পন্ন করতে গিয়ে হিমশিম খাবেন। অর্থ অপচয় করা থেকে বিরত থাকুন। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে নিজের সাহস ও বোধবুদ্ধি দিয়ে সমস্ত কিছু পরাজিত করবেন। 

বৃশ্চিক রাশি (Scorpio)
কোনো বরিষ্ঠ আধিকারিকের সাহায্যে পুরনো বিবাদ থেকে মুক্তি পাবেন। হতাশাজনক চিন্তাভাবনা মনের মধ্যে দানা বাঁধতে দেবেন না। সময় বিশেষ অনুকূল নয়। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের প্রভাব বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য ভালো দিন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

ধনু রাশি (Sagittarius)
শ্বশুরবাড়ির কোনও সদস্য আপনার কাছে ঋণ চাইলে তা ভেবেচিন্তে দিন, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যান্য দিনের তুলনায় গৃহস্থ জীবন ঠিকঠাক থাকবে। সন্ধ্যা নাগাদ শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভাইদের সঙ্গে ভালোবাসা পূর্ণ ব্যবহার করবেন। সন্তানের বিবাহের প্রস্তাব পেতে পারেন।

মকর রাশি (Capricorn)
সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণের ফলে আপনার মান-সম্মান বাড়বে। মায়ের তরফে সহযোগিতা লাভ করবেন। লেনদেনের ব্যবসায় লাভ হবে। ব্যাঙ্ক বা সংস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন শুভ। সন্ধ্যা নাগাদ ধর্মীয় স্থানের যাত্রা করবেন।

কুম্ভ রাশি (Aquarius)
বৌদ্ধিক ও তার্কিক ক্ষমতা বৃদ্ধি হবে। অন্যদের কথা শুনলে ভবিষ্যতে লাভ হবে। পারিবারিক জীবনে অবসাদ থাকবে। জীবনসঙ্গীর আপনার দ্বারা ক্ষুব্ধ থাকবেন। তার রাগ ভাঙানোর চেষ্টা করুন। আধ্যাত্মিকতা ও ধর্মে রুচি বাড়বে। ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করবেন। নতুন ব্যবসা শুরুর জন্য আজকের দিনটি ভালো।

মীন রাশিফল (Pisces)
ভবিষ্যতের রণনীতিতে কাজ করবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রু ও ঈর্ষান্বিত সহকর্মীদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনার কাজ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে মতভেদ হতে পারে। তবে তাঁদের কথা ধৈর্য সহকারে শুনুন।