এবার ‘বিরল রোগে’ আক্রান্ত অভিনেত্রী! – ফরিদপুর বার্তা ২৪

এবার ‘বিরল রোগে’ আক্রান্ত অভিনেত্রী!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৮, ২০২২

অবশেষে নিজেই বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর জানালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, শরীরে অটো ইমিউন কন্ডিশন ‘মাইওসিটিস’ ধরা পড়েছে বলেই জানান পুস্পা-খ্যাত এই অভিনেত্রী। শনিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সামান্থা।

জানা যায়, ‘মাইওসিটিস’ একটি বিরল শারীরিক সমস্যা। এ রোগে শারীরিক দুর্বলতা ও কোষে ব্যথা দেখা দেয়, যা ক্রমশ খারাপের দিকে এগিয়ে যায়। চিকিৎসা সুবাদে সামান্থা ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন। এখন আর ভয়ের কারণ নেই বলেও জানান তিনি। সামান্থা বলেন, কয়েক মাস আগে আমার শরীরে মাইওসিটিস ধরা পড়ে। ভেবেছিলাম এটা সেরে যাওয়ার পর তোমাদেরকে জানাবো; কিন্তু এটা সারতে আমার প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, সব সময় আমাদের নিজেকে শক্ত দেখানোর প্রয়োজন নেই। এই দুর্বলতা গ্রহণ করার বিষয়টা তেমনই।